চোখ চুলকানোর কারণ কি জানুন এবং সতর্ক হন
হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয়অনেক সময় কারণে-অকারণে আমাদের চোখে চুলকানি হয়ে থাকে। কিন্তু আমরা বুঝতে পারি
না চোখ চুলকানোর কারণ কি। আর এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আমরা চোখ চুলকানোর
কারণ কি আর্টিকেলে। আমরা আমাদের আর্টিকেল চোখ চুলকানোর কারণ কি এর মধ্যে চোখের
বিভিন্ন রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করেছি।
চোখ চুলকানো সমস্যার সমাধান কি করে করবেন জানতে হলে আর্টিকেলটি মনোযোগ সহকারে
পড়তে হবে। আশা করছি আর্টিকেলটি পড়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যটি খুঁজে
পাবেন।
ভূমিকা
আমাদের শরীরের একটি স্পর্শ কাতর স্থান হচ্ছে আমাদের চোখ। তাইতো সব সময় আমাদের
চোখকে অনেক বেশি সাবধানে রাখতে হয়। আর সেই কারণেই তো শরীরের অন্যান্য অংশের
চেয়ে চোখের ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ চোখ এমন একটি অংশ
যেখানে আঘাত পেলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
কিন্তু অনেক সময় দেখা যায় যে কোন কারণ ছাড়াই আমাদের চোখে চুলকানি হচ্ছে অথবা
চোখ দিয়ে পানি ঝরছে। আবার অনেক সময় আমাদের চোখের সাদা অংশ লাল হয়ে যেতেও দেখা
যাই। অনেক সময় চোখ চুলকায় কিন্তু চোখ চুলকানোর কারণ কি তা আমরা বুঝতে পারি
না।
আর সেই কারণেই আজকে আমরা আমাদের আর্টিকেলটি লিখেছি। আপনারা যেন বুঝতে পারেন কোন
কোন কারণে একটি মানুষের চোখ চুলকিয়ে থাকে। আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে আপনারা
সেই কারণ এবং তার সমাধান দুটোই খুঁজে পাবেন।
চোখ চুলকানোর কারণ কি
একজন ব্যক্তির বিভিন্ন কারণে চোখের চুলকানি হয়ে থাকে। অনেক সময় বিভিন্ন ছোট ছোট
কারণেও চোখ চুলকায় আবার অনেক সময় চোখ চুলকানোর কারণ হয়ে থাকে বড় ধরনের। কিছু
কিছু ক্ষেত্রে চোখ চুলকানো নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার প্রয়োজন হয় না
কিন্তু সেই চুলকানি যদি হয়ে যায় মাত্রাতিরিক্ত তাহলে অবশ্যই সেটিকে অবহেলা করা
যাবে না। এখন আমরা আমাদের আর্টিকেলের এই অংশে আপনাদের সামনে তুলে ধরবো একজন
ব্যক্তির চোখ চুলকানোর কারণ কি কি।
- কোন কারণে যদি কিছু বিরক্ত কর পদার্থ আমাদের চোখের সংস্পর্শে আসে তাহলে চোখ চুলকানোর সমস্যা দেখা দিতে পারে।
- চোখ চুলকানোর এটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে চোখ শুকিয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চোখের পানি শুকিয়ে যাওয়ার কারণে চোখের চুলকানির সমস্যা দেখা যায়।
- এখনকার সময়ে মেয়েদের মেকআপ এর একটি প্রধান অংশ হয়ে দাঁড়িয়েছে চোখে লেন্স ব্যবহার করা। আর সেই লেন ব্যবহারের কারণেও অনেক সময় চোখের চুলকানি হতে পারে।
- আমাদের চোখের পাতাতে বিভিন্ন রকম সংক্রমণের আক্রমণ হতে পারে আর সেই আক্রমণের কারণেও চোখের চুলকানি দেখা দিতে পারে।
- অনেক সময়ই চোখের চুলকানির একটি কারণ হয়ে দাঁড়ায় এলার্জি। বিভিন্ন সময় এলার্জির কারণেও চোখের সাদা অংশ লাল হয়ে যায় এবং চোখের চুলকানি হয়ে থাকে।
- আমরা রাস্তায় যাতায়াতের সময় বিভিন্ন রকম ধুলাবালির সম্মুখীন হই। আর যদি কোন কারণে সেই ধুলাবালির ক্ষুদ্র অংশ চোখের ভেতর পড়ে তাহলেও চোখ চুলকানি হয়।
আমরা উপরের চোখ চুলকানির বিভিন্ন রকম কারণ সম্পর্কে আলোচনা করলাম। কিছু ক্ষুদ্র
কারণ আর কিছু বড় ধরনের কারণ। ক্ষুদ্র কারণ গুলোর কারণে চোখে চুলকানি হলে তেমন
চিন্তা করার প্রয়োজন নেই কিন্তু যদি বড় কোন কারণে চোখের চুলকানি হয় তাহলে
অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ এর কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। আর সেই পরামর্শ নিতে
হবে যত দ্রুত সম্ভব খুব বেশি দেরি করা যাবে না।
চোখ খচখচ করলে করণীয়
অনেক সময় দেখা যায় যে কোন একটি কারণে আমাদের চোখের ভেতর খচখচ করে। আর সেই কারণে
কোন কিছু চিন্তা-ভাবনা না করেই আমরা কিছু একটা করে ফেলি। কিন্তু এরকম কখনোই করা
উচিত না। চোখ আমাদের শরীরের সবথেকে স্পর্শকাতর অংশ। তাই চোখ এর বিষয়ে কোন কিছু
করতে হলে তা বুঝে শুনে এবং ধীর গতিতে করতে হবে।
আরও পড়ুনঃ লিভার সিরোসিস রোগী কত দিন বাঁচে জেনে নিন
অনেক সময় দেখা যায় যে চোখ খচখচ করলে অনেকেই প্রচণ্ড জোরে চোখ চুলকায় কিন্তু এর
ফলে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাইতো আমরা আমাদের আর্টিকেলের এই অংশে
আপনাদের সুবিধার্থে তুলে ধরব যে চোখ খচখচ করলে কি করবেন আর কি করবেন না।
চোখ খচখচ করলে আপনাদের করণীয়ঃ
প্রথম করণীয়ঃ চোখ খচখচ করলে অবশ্যই প্রথমে চোখ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে
নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে পানি হতে হবে পরিষ্কার পানি এবং হাত ও হতে
হবে পরিষ্কার।
দ্বিতীয় করণীয়ঃ যদি চোখ পানি দিয়ে ধোয়ার পরও চোখের খচখচ ভাব দূর না
হয় তাহলে এবার ভালোভাবে দেখতে হবে চোখের ভেতরে কোন কিছু রয়েছে কিনা। যদি থাকে
তাহলে সেই টুকরো ভালোভাবে এবং সাবধানে চোখ থেকে বের করতে হবে। চোখ থেকে এ ধরনের
টুকরো বের করার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে পরিষ্কার কাপড় অথবা টিস্যু
পেপার।
তৃতীয় করণীয়ঃ সেই টুকরো বের করার পরে যদি চোখ চুলকায় অবশ্যই চিকিৎসকের
নিকট যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের ড্রপ ব্যবহার করতে হবে।
চতুর্থ করণীয়ঃ অবশ্যই যেই ড্রপ লিখে দিবেন সেই ড্রপ সঠিক নিয়মে এবং সঠিক
সময়ে ব্যবহার করতে হবে। এটি ব্যবহারের ক্ষেত্রে কোন রকম অবহেলা করা যাবে না।
আরও পড়ুনঃ রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধের নাম জানুন
চোখ খচখচ করলে কি করা যাবে নাঃ
চোখ খচখচ করলে অবশ্যই কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি চোখ খচখচ করে
তাহলে শক্তি দিয়ে অথবা জোর করে চোখ কচলানো যাবে না। অপরিষ্কার পানি দিয়ে কখনোই
চোখ ধোঁয়া যাবে না। চোখে কোন কিছু থাকলে শক্ত কিংবা ময়লা কাপড় ব্যবহার করা
যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন রকম ড্রপ ব্যবহার করা যাবে না।
চোখ চুলকানির ঔষধ
বাজারে চোখ চুলকানির বিভিন্ন রকম ঔষধ পাওয়া গেলেও আমাদের জানামতে চোখ চুলকানির
একটি ভালো ঔষধের নাম হচ্ছে ডেসলোরাটাডিন। এটি চোখের বিভিন্ন রকম সমস্যার সমাধান
করতে অনেক বেশি সাহায্য করে।
যেমনঃ চোখ চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি। চোখের এ
ধরনের সমস্যা সমাধানে নিঃসন্দেহে ডেসলোরাটাডিন ঔষধ ব্যবহার করতে পারেন। এই ঔষধ
ব্যবহারের কারণে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
যেমনঃ বমি বমি ভাব, বদহজম, মাংসপেশির ব্যথা অথবা মাথা ব্যথা। এই ঔষধ ব্যবহারের
পূর্বে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই ঔষধ সকলের জন্য নয়। যে
সকল ব্যক্তির যকৃত অথবা বৃক্কের সমস্যা রয়েছে সেই সকল ব্যক্তির ঔষধ ব্যবহারের
পূর্বে অবশ্যই কথা অবলম্বন করতে হবে।
এ ঔষধ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারের পরিমাণ বিভিন্ন বয়সের বিভিন্ন রকম হয়ে
থাকে। যা ঔষধের প্যাকেটের গায়ে গায়ে লেখা থাকে। অবশ্যই সেই অনুযায়ী ঔষধ
ব্যবহার করতে হবে।
দ্রষ্টব্যঃ আমরা শুধুমাত্র আপনাদের জানার সুবিধার্থে ঔষধের নাম এবং ঔষধের
পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ আলোচনা করেছি। কিন্তু আমাদের পরামর্শ হবে অবশ্যই যে
কোন ঔষধ ব্যবহারের পূর্বে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিবেন।
চোখ চুলকানির ড্রপের নাম
বাজারে বিভিন্ন ধরনের চোখের ড্রপ পাওয়া যায়। একেক ড্রপের কার্যকারিতা হয় একেক
রকম। কিছু কিছু ড্রপ পাওয়া যায় চোখের সংক্রমণের জন্য আবার কিছু কিছু ড্রপ
পাওয়া যায় চোখের শুষ্কতা ভাব কাটানোর জন্য আবার কিছু ড্রপ চোখের এলার্জি জনিত
সমস্যা সমাধান করার জন্য।
যেহেতু আমাদের আর্টিকেলটি হচ্ছে চোখ চুলকানোর কারণ কি সেহেতু আমরা আপনাদের সামনে
শুধুমাত্র চোখের এলার্জির সমস্যা সমাধানের জন্য যে সকল ড্রপ রয়েছে সেগুলো
সম্পর্কে আলোচনা করব। অন্যান্য ড্রপ সম্পর্কে জানতে হলে আমাদের ওয়েবসাইট ঘুরে
আসতে পারেন। চোখের চুলকানির ড্রপের নাম সমূহ।
- বেপোটাস্টাইন
- কেটোরোলাক
- ওলাপাটাডিন
- সোডিয়াম ক্রোমোগ্লাইকেট
অবশ্যই চোখের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে যেমনঃ
- প্রথমত চোখের ড্রপ ব্যবহারের পূর্বে অবশ্যই ড্রপটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে।
- চোখের অংশে অবশ্যই ড্রপ স্পর্শ করানো যাবে না।
- ড্রপ ব্যবহারের ক্ষেত্রে শুয়ে থেকে ড্রপ দিলে বেশি ভালো হয়।
- ড্রপ দেওয়ার পর অবশ্যই চোখ বন্ধ করে রাখতে হবে।
লেখকের মন্তব্য
চোখ চুলকানো অতি সামান্য ব্যাপার তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে ছোট কিছু থেকেই
বড় কিছু হয়ে যায়। তাই যদি কোন কারণে আপনাদের চোখ চুলকায় তাহলে সেটিকে অবহেলা
না করে সাথে সাথে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করুন। হতে পারেন আপনার প্রাথমিক
পদক্ষেপের কারণে আপনার মূল্যবান চোখ বড় কোন সমস্যার হাত থেকে রক্ষা পাবে।
আশা করছি আর্টিকেলের বিভিন্ন অংশ পড়ে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের চোখের
ক্ষেত্রে কিভাবে যত্ন নিতে হবে এবং কি করতে হবে। তাই আমরা বলব নিজের শরীরের
প্রতিটি অংশের প্রতি যত্নবান হন।
কারণ আমাদের শরীরের প্রতিটি অংশ আমাদের জন্য অতি মূল্যবান। আপনাদের যে কোন বিষয়ে
জানার থাকলে অবশ্যই আমাদের কে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন আমরা আপনাদের
প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
''ধন্যবাদ''
দ্যা বর্ষা ওয়েব সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url