নতুন কোম্পানির নামের তালিকা সবথেকে ইউনিক
১০ হাজার টাকায় ৩৫ টি ব্যবসার আইডিয়াআমরা আমাদের আর্টিকেল নতুন কোম্পানির নামের তালিকা দ্বারা আপনাদের সামনে বেশ
কিছু কোম্পানির নাম সম্পর্কে আলোচনা করেছি। এছাড়াও আপনাদের সামনে তুলে ধরেছি
বাংলাদেশের কোম্পানির নাম এবং ইউনিক কিছু কোম্পানির নাম। আপনারা নতুন কোম্পানির
নামের তালিকা আর্টিকেলটি পড়ে বেশ কিছু সুন্দর কোম্পানির নামের সঙ্গে পরিচিত
হবেন। নতুন কোম্পানির নামের তালিকা এই আর্টিকেলটি পড়লে আপনারা কিছু সুন্দর
সুন্দর কোম্পানির নামের আইডিয়া পাবেন যা আপনারা আপনাদের কোম্পানিতে ব্যবহার
করতে পারেন।
আশা করছি আমরা আমাদের আর্টিকেলের মাঝে যেই সকল কোম্পানির নাম সম্পর্কে আলোচনা
করেছি সেই সকল কোম্পানির নাম আপনাদের পছন্দ হবে।
ভূমিকাঃ নতুন কোম্পানির নামের তালিকা
বর্তমান বাজারে চাকরি পাওয়া অনেক মুশকিল হয়ে উঠেছে। আর সেই কারণে অনেকেই ছোট
বড় বিভিন্ন রকম ব্যবসা শুরু করার চিন্তা করে থাকেন। নিজেদের মূলধন অনুযায়ী
একেক জন একেক রকম ব্যবসা শুরু করেন। স্বল্প মূলধন থাকলে শুরু করেন ছোট ব্যবসা
আর বেশি মূলধন থাকলে শুরু করেন বড় ধরনের কোন ব্যবসা।
আরও পড়ুনঃ পাইকারি ব্যবসার আইডিয়া সম্পর্কে জানুন
এছাড়াও এখন দেখা যায় যে অনলাইনের মাধ্যমে ও অনেকেই বিভিন্ন রকম ব্যবসা শুরু
করেছেন। এই সময়ে অনলাইনে ব্যবসা একটি জনপ্রিয় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। আর যে
কোন ব্যবসা শুরুর প্রথম ধাপ হচ্ছে তার নাম রাখা। কারণ এই নাম একটি ব্যবসার
পরিচয় হয়ে দাঁড়ায়।
যখন কোন কোম্পানি অথবা ব্যবসার নাম রাখা হয় তখন সেই কোম্পানি অথবা ব্যবসা সেই
নামেই পরিচিতি লাভ পাই। নাম ছাড়া কোন ব্যবসা শুরু করা এটি একটি বোকার কাজ বলা
যেতে পারে। সকলেই ব্যবসা শুরু করার প্রথমেই সেই ব্যবসা অথবা কোম্পানির নাম
রাখেন।
তাইতো আমরা আমাদের আর্টিকেলটি আজকে নতুন কোম্পানির নামের তালিকা দিয়ে
সাজিয়েছি। যেন আপনারা বেশ কিছু নতুন নাম সম্পর্কে জানতে পারেন।
নতুন কোম্পানির নামের তালিকা
যে কোন কোম্পানির প্রথম পরিচিতি হচ্ছে তার নাম। যেমনঃ দারাজ, গ্রামীণফোন,
এয়ারটেল, ম্যাগি নুডুলস ইত্যাদি। আমরা কমবেশি সকলেই এই সকল কোম্পানির সাথে
পরিচিত। আমরা কিন্তু কোম্পানির শুধুমাত্র নাম জানি যা একপ্রকার ব্র্যান্ড হয়ে
দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ মহিলাদের জন্য ঘরে বসে ব্যবসার আইডিয়া
তাছাড়া এই সকল কোম্পানি সম্পর্কে খুব একটা বিস্তারিতভাবে আমরা কেউ বলতে পারব
না। তাই বলা যায় যে একটি কোম্পানির নাম হচ্ছে তার আসল পরিচয়। তাই আমরা আমাদের
আর্টিকেলের এই অংশে আপনাদের সামনে নতুন কিছু কোম্পানির নামের তালিকা তুলে
ধরেছি।
কম্পিউটার দোকানের নতুন নামের তালিকা
আপনি যে কোন কম্পিউটারের দোকানের মালিক হলে নিজের নাম দিয়ে দোকানের নাম রাখতে
পারেন। আর যদি নিজের নাম দিয়ে দোকানের নাম না রাখতে চান তাহলে নিম্নের নাম
গুলো রাখতে পারেন।
- কম্পিউটার মার্ট
- মেক সার্ভিস
- বিটস এন বাইটস
- ডিগি কম্পিউটার
- ব্যাক লিংক পিসি
- কম্পিউটার ঘর
- কম্পিউটার একাডেমী
- পিসি সলিউশন
- ক্যাশ ফর ইওর ম্যাক
- ডিগি কম্পিউটিং সিস্টেম
- ডক্টর পিসি
- লোমেগা কর্পোরেশন
- ট্র্যাজিক মিডিয়া
- থার্ড ওয়েভ
- বিগ টাইম সফটওয়্যার
- মাইক্রো ম্যাজিশিয়ান
- গ্রে ম্যাটার টেকনিক্যাল সার্ভিস
- গ্রিন হিলস সফটওয়্যার
- টেক ফ্রো
- কম্পিউটার সার্ভিস
- পিসি ডক্টর
- ম্যাক্স কম্পিউটার
- গোল্ডেন টপ কম্পিউটার
- স্টার কম্পিউটার
- লগ ইন কম্পিউটার
- গোল্ডেন সোর্স
- ল্যাপটপ ওয়ার্ল্ড
- দ্যা কম্পিউটার এক্সপার্ট
- কম্পিউটার ওয়ার্ল্ড
- মিস্টার কম্পিউটার
- সিকিউর নেটওয়ার্ক
- দ্যা স্কুজি স্টোর
কসমেটিকের দোকানের নামের তালিকা
বর্তমান বাজারে কসমেটিকের চাহিদা প্রচুর। তাই কসমেটিক্স এর দোকান অনেক বেশি
দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অস্থায়ীভাবে কসমেটিক এর দোকান
খুলে আবার কেউ কেউ স্থায়ীভাবে কসমেটিকের দোকান খুলে।
যেভাবেই দোকান খুলুক না কেন প্রথমেই যেই কাজ করতে হবে তা হচ্ছে সেই দোকানের
একটি নাম রাখতে হবে। আর তাইতো আমরা আপনাদের সামনে এখন কিছু কসমেটিক দোকানের
নামের তালিকা তুলে ধরবো।
- লেডি বার্ড
- লাভলি লুক
- কেয়ারফুল কসমেটিক
- কোন কসমেটিক
- ক্লাসিক কসমেটিক
- স্মুথ স্টাইলিং
- ব্রিলিয়ান্ট বিউটি
- দ্যা অর্গানিক বিউটি
- হারবাল কসমেটিক
- বিউটি উইথ নেচার
- ফেসিয়াল ফ্যান্টাসি
- লিপস্টিক লাভ
- ক্লাসি কসমেটিক্স
- প্রসাধনী কর্নার
- ক্লিন কসমেটিক্স
- ওয়ান পয়েন্ট কসমেটিক্স
- কসমেটিক্স ওয়্যার হাউজ
- ন্যাচারাল গ্লো
- আইলাইনার টাইমার
- বিউটি লাইফ স্টাইল
- ন্যাচারাল বিউটি
- কসমেটিক্স কুইন
- ডিসকাউন্ট কসমেটিক্স
- বেস্ট বিউটি
- এক্সক্লুসিভ কসমেটিক
- বিগ টাইম কসমেটিক্স
- অন ব্র্যান্ড বিউটি
- ন্যাচারাল বাই ন্যাচার
- অল ন্যাচারাল কসমেটিক
- কসমেটিক কর্নার
- ম্যাজিক মেকআপ
- মেগা কসমেটিক্স
অনলাইন ব্যবসার নামের তালিকা
আমাদের দেশে একটি জনপ্রিয় ব্যবসায়ী হিসেবে দেখা দিয়েছে অনলাইন ব্যবসা। এই
ব্যবসা নিজের বাসায় বসে করার সুবিধা থাকাই অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে অন্য
ব্যবসা না করে অনলাইন ব্যবসা করতে বেশি পছন্দ করেন।
বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ব্যবসা অনেক বেশি সুবিধাজনক। ব্যবসা অনলাইন হোক
অথবা অফলাইন ব্যবসা শুরু করার পূর্বে অবশ্যই সেই ব্যবসার একটি নাম রাখা জরুরী।
কিছু অনলাইনে ব্যবসার নতুন এবং সুন্দর নাম জেনে নিন।
- ফ্লাই বাই
- ক্রস কুইন
- ইন্টেরিক টাচ
- দ্য লিটল থিংক্স
- পার্ক প্যারাডাইস
- প্রিমিয়াম মার্কেট
- মডিভা
- ট্রেন্ড হান্টার
- কান্ট্রি লিভিং
- স্পিড প্যাক
- অলওয়েজ ওপেন
- ই - স্টোর
- ই - ক্লোজ মার্ট
- ফ্যাশন বাজার
- বেস্ট অফ দা আর্থ
- ডিজিটাল ডেইলি ডিলস
- এভরিথিং সপ
- ফাস্ট স্টোর অনলাইন
মোবাইলের দোকানের নামের তালিকা
আমরা আমাদের আর্টিকেলের এই অংশে আপনাদের সামনে বেশ কিছু মোবাইলের দোকানের নামের
তালিকা তুলে ধরেছি। আপনি যদি মোবাইলের দোকান খুলতে চান তাহলে নিজের নাম দিয়ে
আপনার দোকানের নাম রাখতে পারেন। আর যদি মনে করেন যে আপনি আপনার দোকানে নিজের
নাম ব্যবহার করবেন না তাহলে নিম্নের নাম গুলো ব্যবহার করতে পারেন।
- বাই এন্ড সেভ
- ফোন পার্ট
- কল ফ্যাশন
- লেটস কানেক্ট
- ফোন ক্রাফট
- ফিউচার ফোন সেন্টার
- সেল সিটি সেন্টার
- ফোন কর্নার
- ফোন জোন
- ম্যাক্স টেলিকম
- মোবাইল ওয়ার্ল্ড
- টেলিকম মার্ট
- মোবাইল সার্ভিস
- মোবাইল এক্সপার্ট
- সেল মাস্টার
- মোবাইল কালেক্ট
- প্লাস পয়েন্ট মোবাইল সেন্টার
- ডিজিটাল মোবাইল সেন্টার
- ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল সেন্টার।
খাবারের দোকানের নামের তালিকা
আপনাদের জন্য আমরা আমাদের আর্টিকেলের এই অংশে খাবারের দোকানের নামের তালিকা
তুলে ধরেছি। আপনারা ইচ্ছা করলেই নিচের উল্লেখিত নামের মধ্যে যে কোন একটি নাম
বাছাই করে আপনার খাবারের দোকানের নাম রাখতে পারেন।
- ফুড কর্নার
- ইয়াম্মি ডিজার্ট
- স্পাইস ল্যান্ড
- ফুড আইল্যান্ড
- টেষ্টি এন্ড ইয়াম্মি
- গ্রাউন্ড ক্যাফে
- ইয়াম্মি এক্সপ্রেস
- ডেলিসিয়াস বাইট
- ক্যাফে মিউজিক
- ক্যাফে স্টোর
ঔষধের দোকানের নামের তালিকা
আমাদের দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বেড়েই চলেছে আর তার সাথে সাথে বেড়ে চলেছে
বিভিন্ন রকম রোগের। আর তাইতো আমাদের আশেপাশের আমরা প্রচুর পরিমাণে ঔষধের দোকান
দেখতে দেখতে পাই। সেই সকল ঔষধের দোকান বিভিন্ন নামের হয়ে থাকে। আমরা এখন
আপনাদের সামনে কিছু ঔষধের দোকানের নামের তালিকা আলোচনা করব।
- ডিসকাউন্ট ড্রাগ
- বেস্ট কেয়ার ফার্মেসী
- ব্রাইটওয়েল ফার্মেসি
- দ্যা সিটি ফার্মেসি
- এসেন্সিয়াল ফার্মেসি
- হেলথ কর্নার
- সেন্ট্রাল ড্রাগ হাউস
- ফার্মা স্ট্রীট
- কেয়ার ফার্স্ট
- মেডিসিন কর্নার
- সিওর মেডি
- ইউনিক ফার্মেসি
- তিস্তা ফার্মেসী
- ওয়েল ফ্রেশ
- মেডিকেয়ার ফার্মেসী
- ফার্মা ফার্স্ট
- হেলথ কেয়ার
- কেয়ার ফাস্ট
- গুড নেশ ফার্মেসী
বাংলাদেশের কোম্পানির নাম
বাংলাদেশে বিভিন্ন ধরনের কোম্পানি আমাদের চোখে পড়ে। ছোট কোম্পানি বড় কোম্পানি
ইত্যাদি। কোন কোম্পানি খুব পরিচিত নয় আবার কিছু কিছু কোম্পানি ব্র্যান্ডে
পরিণত হয়েছে। ছোট কোম্পানি হোক কিংবা বড় কোম্পানি। ব্র্যান্ড কোম্পানি অথবা
সীমিত পরিচিত কোম্পানি।
যাই হোক না কেন প্রথমেই কোন কোম্পানি তৈরি করতে চাইলে যেটি সবথেকে বেশি মাথায়
রাখতে হয় তা হচ্ছে কোম্পানির নাম। কোম্পানি তৈরি হওয়ার আগেই কোম্পানির নাম
ঠিক করে রাখতে হয়। আমরা আমাদের আর্টিকেলের এই অংশে আপনাদের সামনে বাংলাদেশের
কোম্পানির নামের তালিকা আলোচনা করলাম।
বাংলাদেশের ক্ষমতাসীল কোম্পানির নামঃ
- প্রাণ
- আরএফএল
- এ সি আই লিমিটেড
- ফ্রেশ
- নাভানা গ্রুপ
- ওয়াল্টন গ্রুপ
- স্কয়ার
- বেক্সিমকো ডেনিম
- সিটি গ্রুপ
- আকিজ গ্রুপ
- যমুনা গ্রুপ
- বসুন্ধরা
- পারটেক্স গ্রুপ
- পিএইচ পি গ্রুপ
- এস আলাম গ্রুপ
- কনকর্ড গ্রুপ
- নাসির গ্রুপ
বাংলাদেশের সেরা গার্মেন্টস কোম্পানির নামঃ
- মন্ডল গ্রুপ
- পলমল গ্রুপ
- এশিয়ান ড্রাফ গ্রুপ
- ডি বি এল গ্রুপ
- বেক্সিমকো গ্রুপ
- প্যাসিফিক গ্রুপ
- স্ট্যান্ডার্ড গ্রুপ
- এ কে এইচ গ্রুপ
বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানির নামঃ
- নেস্টলে
- ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ
- ইউনিলিভার
- সেভরন
- গ্রামীণফোন
বাংলাদেশের সেরা রিয়েল স্টেট কোম্পানির নামঃ
- কনকর্ড রিয়েল স্টেট লিমিটেড
- বসুন্ধরা রিয়েল স্টেট লিমিটেড
- নকশি হোমস লিমিটেড
- নাভানা রিয়াল স্টেট লিমিটেড
- শান্তা হোল্ডিং লিমিটেড
- বিল্ডিং টেকনোলজিস এন্ড আইডিয়াস লিমিটেড
- সেলটেক প্রাইভেট লিমিটেড
- রুপায়ন হাউজিং স্টেট লিমিটেড
- সুবাস্তু প্রপারটিস লিমিটেড
- আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড
ইউনিক কোম্পানির নাম
আপনি কি নতুন কোন কোম্পানি চালু করতে চাইছেন? আর আপনার কোম্পানির জন্য একটি
ইউনিক ধরনের নাম রাখতে চাইছেন? কিন্তু কি নাম রাখবেন সেটা ভেবে পাচ্ছেন না।
তাহলে আমাদের আর্টিকেলের এই অংশ পড়ুন।
আমাদের আর্টিকেলের এই অংশে আপনাদের সামনে কিছু ইউনিক কোম্পানির নাম সম্পর্কে
আলোচনা করব। আপনারা এ সকল ইউনিক স্টাইলিশ নাম আপনাদের কোম্পানির জন্য ব্যবহার
করতে পারেন।
- বিজনেস এক্সপার
- মার্কেট কাস্ট
- মাই বিসনেস
- এভারগ্রীন ট্রেন্ডিং
- পারফেক্ট সলিউশন
- বিজনেস জোন
- ট্র্যান্ডিং বিজনেস
- মানি শেয়ার
- কমার্শিয়াল ওয়ার্ল্ড
- ক্রস রোড ট্রেন্ডিং
- এসেন্সিয়াল ডিল
- মার্কেট অ্যাপ
- ট্র্যান্ডিং স্টেশন
- ট্রেন্ডি বিজনেস
- বিজনেস হ্যাভ
- আওয়ার নিউ ভয়েস
- মানি ওয়েব
- বিজনেস ইনসাইডার
- ডিসকাস কেয়ার ফ্রি মানি
- ভ্যালু ইনভেস্টমেন্ট
- গ্লোবাল বুলেট
- ইপিক ওয়ার্ক
- ওল্ড ব্রাইড
- ফিনান্স গুরু
- বিহাইন দা ব্রান্ড
ইসলামিক কোম্পানির নাম
আমরা আমাদের আর্টিকেলের এই অংশে আপনাদের জন্য ইসলামিক কোম্পানির নাম সম্পর্কে
আলোচনা করেছি। আপনারা যদি আপনাদের কোম্পানির নাম ইসলামিক রাখতে চান তাহলে নিচের
নাম গুলোর মধ্যে যেকোনো একটি বাছাই করতে পারেন। আশা করছি আমাদের ইসলামিক
কোম্পানির নাম গুলো আপনাদের পছন্দ হবে।
- আয়াত শপ
- আয়ান শপ
- ইকরা শপ
- বিসমিল্লাহ শপিং মল
- মুসলিম শপ
- আব্দুল্লাহ লিমিটেড
- ইসলামিক জোন
- আয়ান শপ
- সালাম মিডিয়া
- আব্রাহাম শপিং জোন
- সিম্পলি ইসলাম
- হালাল শপ
- দ্যা মুসলিম লিমিটেড
- দ্যা মর্ডান আরাবিয়ান
- আরাবিয়ান শপিং সেন্টার
- জান্নাত বুটিক শপ
- বিশ্বস্ত শপিং সেন্টার
- ইসলামিক কর্ণার
শেষ কথাঃ নতুন কোম্পানির নামের তালিকা
আশা করছি আপনারা নতুন কোম্পানির নামের তালিকা আর্টিকেলটি পড়ে বেশ কিছু
কোম্পানিরনামের সাথে পরিচিত হয়েছেন এবং নতুন নতুন অনেক কোম্পানির নাম জানতে
পেরেছেন। যেহেতু যেকোনো কোম্পানির প্রথম ধাপ হচ্ছে তার নামকরণ করা তাই যে কোন
কোম্পানি শুরু করার পূর্বে বিবেচনা করে সময় নিয়ে কোম্পানির নাম বাছাই
করবেন।
নিজের নাম দিয়ে কোম্পানির নাম রাখতে পারবেন অথবা অন্য কোন নাম বাছাই করেও
রাখতে পারবেন। কিন্তু কোম্পানির নাম রাখার পূর্বে বেশ কিছু কথা মাথায় রেখে
কোম্পানির নাম রাখতে হবে। কোম্পানির নতুন নাম বিষয়ে যদি আপনাদের কোন মতামত
অথবা প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। আমরা
আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।
''ধন্যবাদ''
কোম্পানির নাম রাখার ক্ষেত্রে কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে তা নিয়ে
কিছু প্রশ্ন এবং উত্তরঃ
প্রশ্নঃ কোম্পানির নাম কোন বিষয়ের উপর ভিত্তি করে রাখতে হবে?
উত্তরঃ কোম্পানির নাম রাখার আগে লক্ষ্য করুন আপনার কোম্পানি কোন ধরনের
কোম্পানি এবং আপনার কোম্পানির কাঁচামাল কি তার উপর ভিত্তি করে কোম্পানির নাম
রাখুন।
প্রশ্নঃ কোম্পানির নাম কেমন হওয়া উচিত?
উত্তরঃ কোম্পানির নাম অবশ্যই ছোট এবং সহজ রাখার চেষ্টা করবেন।
প্রশ্নঃ কোম্পনির নামে যদি ডোমেন ব্যবহার করতে চায় তাহলে কি করব?
উত্তরঃ আপনারা যদি আপনাদের কোম্পানির নামের সাথে ডোমেইন ব্যবহার করতে
চান তাহলে অবশ্যই আগে চেক করে নিবেন ডোমেটি এভেইলেবল আছে কি না। আর সেই ডোমেটি
এভেইলেবল আছে কি তা খুব সহজেই দেখতে পারবেন
namecheap.com সাইট এর
মাধ্যমে।
প্রশ্নঃ কোম্পানির নাম বাছাই করার জন্য কি কোন ওয়েবসাইট এর সাহায্য
নেওয়া যাবে ?
উত্তরঃ কোম্পানির নাম বাছাই করার জন্য আপনারা Shopify ওয়েবসাইট এর
সাহায্য নিতে পারেন।
দ্যা বর্ষা ওয়েব সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url